Wednesday, August 28, 2013

কম্পিউটারের পণ্ডিত মশাই


তুহিন আমাদের বড় ভাই,
কম্পিউটারের পণ্ডিত মশাই ।
খায় কম বুঝে বেশি,
মাথায় আছে কেঁকড়া কেশী ।
একটুখানি টাক টাক ভাব,
Report লিখাই যার স্বভাব ।
ঘুমায় না রাতের বেলা,
দিনে খেলে কম্পিউটার খেলা ।
কাজ করে, নাই
Rest, He is always Best
অনেক ভালো মানুষ তিনি,
তার কাছে আমি ঋণী ।
তার মত হয় না তুলনা,
সে যেন কেমন অজানা ।

No comments: